ঘুমন্ত পিতাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা 248 0
ঠাকুরগাঁওয়ে ঘুমন্ত পিতাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা
বালিয়াডাঙ্গী উপজেলায় ঘুমিয়ে থাকা পিতাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে বাড়ি থেকে পালিয়েছে মাদকাসক্ত রাস্থানীয়রা জানায়, সাইফুল ইসলামকে (৪২) ঘুমন্ত অবস্থায় তার ছেলে রাসেল রানা কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর সে বাড়ি থেকে পালিয়ে যায়।
নিহত সাইফুলের স্ত্রী জানায়, তার ছেলে মানসিক রোগী। সে রেগে গিয়ে মারধর করতো তার বাবাকে। এ ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না।
তবে পুলিশ জানায়, ঘাতক রাসেল রানা মাদকাসক্ত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম বলেন, সাইফুলের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।সেল রানা নামে এক যুবক।